নির্ধারিত দিনেই হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
লালদিঘি মাঠের পাশে রাস্তার ওপর মঞ্চ বানিয়ে নির্ধারিত দিনেই হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।
দুপুরে মেয়রের বাসভবনে বলি খেলা ও মেলা আয়োজক কমিটির সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা দেন তিনি। এর আগে লালদিঘি মাঠ সংস্কার কাজ বন্ধ রেখে বলিখেলা আয়োজনের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। মেয়রের উদ্যোগে নতুন করে ১২ বৈশাখ নির্ধারিত দিনেই খেলা আয়োজনের কথা জানানো হলো। বলি খেলাকে কেন্দ্র করে ৩ দিনব্যাপী লোকজ মেলার আয়োজন চলছে।