নির্ধারিত ভাড়ার বেশি নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের
- আপডেট সময় : ০৭:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দেশে কোন ভয়ঙ্কর পরিস্থিতি নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি এখন জনগণের সম্পদ লুন্ঠনকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। সকালে নিজ বাসভবনে দেয়া ব্রিফিংয়ে একথা বলেন তিনি। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার সরকারি বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, তদন্ত কমিশন গঠনের মাধ্যমে ১৯৭৫-এর ৩ থেকে ৭ নভেম্বরের ঘটনায় জড়িতদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবী।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন মন্তব্যের জবাবও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি জানান, গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না। কোনভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।