নির্ধারিত সময় পার হয়ে গেলেও সম্পন্ন হয়নি নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধের সংস্কার কাজ
- আপডেট সময় : ১০:৪৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নির্ধারিত সময় পার হয়ে গেলেও সম্পন্ন হয়নি নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধের সংস্কার কাজ। এদিকে, বাঁধের পাশ থেকে মাটি কেটে বাঁধ নির্মাণ করায় ঝুঁকিতে রয়েছে বাঁধগুলো। ফলে ফসল হানির আশংকা করছে হাওরবাসী। পানি উন্নয়ন বোর্ড বলছে, যথাসময়ে পানি না সরায় বাঁধের সংস্কার কাজ শুরু করতে দেরি হচ্ছে।
শস্য ভান্ডার হিসেবে খ্যাত হাওর এলাকা নেত্রকোনা জেলা। জেলায় ছোট বড় ১৪০টি হাওর রয়েছে। এবছর জেলায় ১ লাক ৮৪ হাজার ৫৪০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। একমাত্র বোরো ফসল রক্ষায় ১২৩টি বেড়ি বাঁধের সংস্কার কাজের জন্য বরাদ্দ হয়েছে ১৪ কোটি ৩০ লাখ টাকা। ২৮ ফেব্রুয়ারি বেড়ি বাঁধের সংস্কার কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা সম্পন্ন হয়নি। বাঁধের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার দাবি এলাকাবাসীর।
এদিকে, বেড়ি বাঁধের সংস্কার কাজ যথা সময়ে সম্পন্ন হওয়ার কথা বললেও অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি’র লোকজন। এখন পর্যন্ত বেড়ি বাঁধের ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তবে ১৫ মার্চের মধ্যে বাকী কাজ সম্পন্ন হয়ে যাবে বলে জানান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। দ্রুত হাওরের বেড়ি বাঁধের সংস্কার কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটিই প্রত্যাশা নেত্রকোনাবাসী।