নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় সরব প্রার্থী ও সমর্থকরা
- আপডেট সময় : ০৬:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
নির্বাচনকে ঘিরে সংসদীয় আসনগুলোতে প্রচার-প্রচারণায় সরব প্রার্থী ও সমর্থকরা।অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে প্রার্থীরা দিচ্ছে নানান প্রতিশ্রুতি।
রংপুরে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে খুলি বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি। রংপুর-৩ সদর আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরে অবস্থান করছেন। তিনি তার লাঙ্গল প্রতীকের জন্য এলাকায় গণসংযোগ করেছেন।
কুমিল্লা-১০ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ মুক্তিকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী জনসভা হয়েছে।
জামালপুর-২ আসনে জাতীয় পার্টির নির্বাচনীয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জাতীয়পার্টি মনোনীত মোস্তফা আল মাহমুদ, ইসলামপুরের সার্বিক উন্নয়নে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁও-২ আসনের মাঠ সরগম হয়ে উঠেছে। প্রার্থীরা গণসংযোগ ও প্রচার প্রচারণা চালাচ্ছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধায় সভা সমাবেশ করছের বিভিন্ন দলের প্রার্থীরা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমেদ রবি বলেছেন, আগামীতে নির্বাচিত হলে তিনি তার অসমাপ্ত উন্নয়ন কাজ গুলো সমাপ্ত করবেন ।