আন্দোলন-সংগ্রাম কিংবা হুমকি নির্বাচন থেকে জাতিকে সরাতে পারবে না : ড. আব্দুর রাজ্জাক
- আপডেট সময় : ০১:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৮৯৭ বার পড়া হয়েছে
আন্দোলন-সংগ্রাম কিংবা হুমকি নির্বাচন থেকে জাতিকে সরাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক।
সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটির সভায় এ কথা বলেন তিনি।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’। যেখানে শিল্পায়ন বৃদ্ধির মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই মূল লক্ষ্য হবে বলে জানান তিনি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ইশতেহার প্রণয়ন উপকমিটির সভা অনুষ্ঠিত হয়।
ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক জানান, ২০৩০ সাল নাগাদ দেশকে উচ্চ-মধ্যম আয়ে রূপান্তরের লক্ষ্য নিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হবে।
কোনো আন্দোলন-সংগ্রাম জাতিকে নির্বাচন থেকে সরাতে পারবে না বলেও জানান আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য।
এবারের নির্বাচনী ইশতেহারে শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থান গুরুত্ব পাবে বলেও জানান ড. আব্দুর রাজ্জাক।