নির্বাচনী প্রচার-প্রচারণায় সরব সারাদেশের প্রার্থী ও সমর্থকরা
- আপডেট সময় : ০৬:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
নির্বাচনী প্রচার-প্রচারণায় সরব প্রার্থী ও সমর্থকরা। নিজ নিজ এলাকায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকরা গণসংযোগ করছেন দিনরাত। ভোট পেতে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
বরিশাল-৫ সদর আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন ১৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। দুপুরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স্মার্ট বরিশাল গঠন, উন্নত শিক্ষা, দুর্নীতিমুক্ত সমাজ গড়াসহ ১৮ দফা উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তার সমর্থক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ-৪ সদর আসনে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম। রাতে সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের সিরতা বাজারে নিজের কর্মী-সমর্থকদের নিয়ে তিনি গণসংযোগ করেন। এসময় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি সবাইকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
সাতক্ষীরায় নির্বাচনী জনসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সাতক্ষীরা-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আফম রুহুল হক এমপি। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাঠি বাজারে তিনি এই নির্বাচনী জনসভা করেন। এসময় বর্তমান সংসদ সদস্য ডা. আফম রুহুল হক কামালকাঠির ভেঙে যাওয়া ব্রীজ পরিদর্শন করেন ও সংসদ সদস্য নির্বাচিত হলে তা নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন। নির্বাচনী জনসভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ আসনে ঢেকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার নাহিদ নিগার সাগর সকাল থেকে সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র ইউনিয়নের রাজবাড়ী, বামনডাঙ্গা, নয়ারহাটসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা করেছেন। এসময় নেতাকর্মীরা এসে গণসংযোগে অংশ নেন। তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন। জামালপুরের সরিষাবাড়িতে ট্রাক-প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল আব্দুর রশিদ গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। সরিষাবাড়ীর ভাটারা ইউনিয়নের ভাটোরা বাজার, পারপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময সভা করেন তিনি। এ সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী সাত জানুয়ারির নির্বাচনে ট্রাক-প্রতীক মার্কায় ভোট চান তিনি।
পাবনা-৫ সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী গোলাম ফারুক প্রিন্স উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রচারণায় ততই ব্যস্ত হয়ে পড়ছেন এ আসনের প্রার্থীরা। রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী কাজী কেরামত আলী গণসংযোগ ও পথসভায় নৌকা প্রতীকে ভোট চান। সভায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করেন তিনি। নির্বাচিত হলে আগামীতে অসমাপ্ত কাজ করার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বিভিন্ন জায়গায় গণসংযোগ ও পথসভা করেন।