নির্বাচনী ব্যবস্থাকে আওয়ামী লীগ সরকার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,নির্বাচনী ব্যবস্থাকে আওয়ামী লীগ সরকার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। দেশকে একটি পঙ্গু রাস্ট্রে পরিণত করা হয়েছে ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ’জতিসত্বার অন্তরালে বিষাক্ত নি:শ্বাস’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকার ভিন্নমত সহ্য করতে পারে না মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন, এ সরকার ভিন্নমতকে ভয় পায়। এ কারণে গণতান্ত্রিক আন্দোলনে হামলা চালিয়ে শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জাতির সঙ্গে প্রতারণা করে জোর করে ক্ষমতায় বসে আছে।