নির্বাচনী সংকট সমাধানে বিরোধী দলের সাথে সংলাপের বিকল্প নেই : সুজন
- আপডেট সময় : ১২:৪৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- / ১৬২১ বার পড়া হয়েছে
যে নির্বাচনে বিরোধী প্রার্থী থাকেন না, ভোটারা বিকল্প খুঁজে পায় না, সে নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে মনে করে সুজন। পাঁচ সিটি নির্বাচন নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, গ্রহণযোগ্যতার বিবেচনায় এসব নির্বাচন সুষ্ঠু হয়নি। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংকট সমাধানে সরকারকে বিএনপিসহ বিরোধী দলগুলোর সাথে সংলাপে বসার বিকল্প নেই বলেও মনে করেন বদিউল আলম মজুমদার।
২৫ মে থেকে ২১ জুন পর্যন্ত অনুষ্ঠিত ৫টি সিটি করপোরেশন নির্বাচনের মুল্যায়ন তুলে ধরতে অনলাইনে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক সুজন।
মুল প্রবন্ধে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, গাজীপুর সিটি ছাড়া কোনো মানদন্ডে সিলেট, বরিশাল, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও গ্রহনযোগ্য হয়নি।
আলোচকরা বলেন, সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের হলফনামা অর্থহীন। এগুলো কোনভাবে যাচাই-বাছাই হয় না। তাই নির্বাচন নির্বাচন খেলা বাদ দিয়ে প্রতিদন্ধিতাপুর্ন নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বলেন, যে সব নির্বাচনে ভোটাররা বিকল্প প্রার্থী খুজে পায় না, সে নির্বাচনের কোনো ধরনের গ্রহনযোগ্যতা নেই।
ঢাকা ১৭ আসনের উপ-নির্বাচনে প্রার্থীর উপর হামলা নিয়ে নির্বাচন কমিশন নিস্ক্রিয়তা ছিল জানিয়ে ড. বদিউল আলম মজুমদার বলেন এটা কোনোভাবে গ্রহনযোগ্য নয়।