নির্বাচনী সহিংসতায় কুমিল্লা, সিরাজগঞ্জ ও জামালপুরে তিনজন নিহত
- আপডেট সময় : ০৬:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
নির্বাচনী সহিংসতায় কুমিল্লা, সিরাজগঞ্জ ও জামালপুরে তিনজন নিহত হয়েছে। স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় তাদের মৃত্যু হয়। বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। ভোট কারচুপির অভিযোগ ও পুনরায় ভোট গণনার দাবিতে কয়েকটি এলাকায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে। এছাড়া, অনিয়মের প্রতিবাদে গাইবান্ধায় আধাবেলা হরতাল করেছে পরাজিত প্রার্থী ও তার সমর্থকরা।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৫নং খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে ভোটের সময়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয় মোহাম্মদ জাকির মোল্লা। হাসপাতালে ভর্তি করলে মারা যান তিনি। অন্যদিকে, নির্বাচনের পর দিন নিজ কর্মস্থলে ফেরার পথে নৌকা সর্মথিত প্রার্থীদের উপর হামলার করেছে বিদ্রোহী প্রতিপক্ষ।
কুমিল্লায় রেললাইনের পাশ থেকে আওয়ামী লীগের এক সমর্থকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চৌদ্দগ্রামে ইউপি নির্বাচনী সহিংসতায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। স্থানীয়রা জানান, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে ফরহাদ আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ছিলেন। দলের বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল ও তার সমর্থকদের মধ্যে ফরহাদের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে সোমবার রাতে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরতর আহত হন ফরহাদ। পরে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তবে পুলিশ বলছে, যেহেতুর রেললাইনের কাছে মরদেহ পাওয়া গেছে। তাই এটি হত্যা না আত্মহত্যা তদন্তের পর বলা যাবে
জামালপুর সরিষাবাড়িতে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এদিকে, জেলার মাদারগঞ্জের আদারভিটায় ইউপি নির্বাচনের ভোট গণনায় কারচুপি ও জালিয়াতি অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেই কেন্দ্রে পুণরায় ভোট গণনার দাবি জানান তারা।
কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুরে পরাজিত ইউপি সদস্য কাশেম গ্রুপের সমর্থকদের হামলায় দু’জন গুলিবিদ্ধ ও একজন আহত হয়েছে। আহতরা পরাজিত ইউপি সদস্য প্রার্থী ইসলাম সর্দারের ভাইসহ সমর্থক।
মাগুরায় নির্বাচনের দিনে ভুয়া ভোট প্রতিহত করায় সোমবার রাতে সেলিম হোসেন নামে এক এজেন্টকে মারপিট করেছে প্রতিপক্ষরা। আহত ওই এজেন্টকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহে ইউপি নির্বাচনে বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। কালীচরণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর পদে নির্বাচিত শাহীদুলের সমর্থক লিটনকে মারধর করে পরাজিত মেম্বর প্রার্থী ইকবালের সমর্থক। এরই জেরে দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আটক ৫ জন।
নির্বাচনের দুদিন পরে শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের বাঘহাতা সঃ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বস্তাভর্তি ব্যালট উদ্ধার করেছে। পুনঃ নির্বাচনের দাবীতে স্থানীয় লোকজন বিক্ষোভ করেছে।
কারচুপির অভিযোগ এনে পুণরায় ভোট গণনার দাবি জানিয়েছেন ময়মনসিংহে গৌরীপুরের সহনাটি ইউনিয়নের জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী শামসুজ্জামান জামাল।
গাইবান্ধায় নব নির্বাচিত ইউপি সদস্য রউফের হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নে ভোট গ্রহণে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।