আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হতে হবে : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৫:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নির্বাচনের আগে সুশৃঙ্খল আ.লীগ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভোলা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
সকালে ৬ বছর পরে ভোলা জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন
এসময় তিনি বলেন, আওয়ামী লীগকে আগামী দিনে ডিজিটাল স্মার্ট দলে রূপ দেয়ার পরিকল্পনা চলছে। এসময় দলের সাধারণ সম্পাদক আরো বলেন, আওয়ামী লীগ কারো বিরুদ্ধে কখনো ষড়যন্ত্র করেনি। বরং ষড়যন্ত্রের শিকার হয়ে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারাই আজ মুছে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা-১ আসনের এমপি ও আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।