নির্বাচনের জন্য ২ লাখ ইভিএম কিনতে সাড়ে ৮ হাজার কোটি টাকার নতুন প্রকল্প
- আপডেট সময় : ০১:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে তিন’শ আসনেই ইভিএম ব্যবহারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম। কমিশনের সক্ষমতা না থাকলে সব আসনের ১০ শতাংশ কেন্দ্রে ইভিএম ব্যবহারের পরামর্শ দেন তিনি।
নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেন আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপির ১০ সদস্যের প্রতিনিধি দল।
দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কাজে ও বক্তব্যের মাধ্যমে সবার আস্থা অর্জনের পরামর্শ দেয়া হয়। জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম বলেন, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাইলে সব ধরনের বির্তক এড়িয়ে চলতে হবে কমিশনকে।
বিচ্ছিন্নভাবে অল্প আসনে ইভিএম ব্যবহার হলে সবার প্রতি সমান আচরণ করা হবে না। সব আসনে অন্তত ১০ বা ২০ শতাংশ কেন্দ্রে ইভিএম ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেন শেখ শহীদ।
এদিকে,…দুই লাখ ইভিএম কেনার জন্য সাড়ে ৮ হাজার কোটি টাকার নতুন প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এ মাসেই প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নতুন প্রকল্প পাশ হলেই ১৫০ আসনে ইভিএমে ভোট হবে।
পাশ না হলে কমপক্ষে ৭০ আসনে ইভিএম ভোট করা যাবে। ৩০০ আসনের ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কথাও জানান তিনি।