নির্বাচনের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু
- আপডেট সময় : ০৬:১৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ১৮২৩ বার পড়া হয়েছে
শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচার-প্রচারণা। মার্কা পেয়ে নিজ নিজ আসনে গণসংযোগ শুরু করেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। নানা শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন প্রার্থীরা। ভোটারদের কথা শুনে সংকট সমাধানের আশ্বাসও দেন তারা। এ সময় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থী বাছাই করার আহ্বান জানান সব প্রার্থীরা।
প্রতীক পেয়ে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সড়ক বাজার থেকে আনুষ্ঠানিক নির্বাচনী গণসংযোগ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বলেছেন, সুনিদিষ্ট মামলায় বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। কৃষিমন্ত্রী এ বিষয়ে যা বলেছেন সেটা দলীয় মতামত নয়। বিএনপি ও তার সমমনা দল নির্বাচনে না আসায় প্রতিটি আসেন আওয়ামী লীগের মুল প্রতিদ্বন্দ্বিতা জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। প্রতিক পেয়েই প্রচারণায় নেমেছেন চট্টগ্রামের ১৬ আসনের প্রতিদ্বন্দ্বীরা।
দুপুর ২টার পর থেকে প্রচারণার কথা থাকলেও চট্টগ্রামে মাইক ব্যবহার শুরু হয় সকাল থেকেই। নগরীর বায়েজিদ এলাকা থেকে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন চট্টগ্রাম-৯ আসনের নৌকা প্রার্থী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।মাগুরা -১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ক্রিকেটার সাকিব আল হাসান প্রচারণা শুরু করেছেন সোমবার। বক্তব্যের শুরুতে সাকিব জানান, সব জায়গায় মোটামুটি পারদর্শী হলেও বক্তা হিসেবে তিনি দুর্বল।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খুলনায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালায় আওয়ামী লীগসহ অন্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। যশোরের শার্শা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে আওয়ামী লীগের প্রার্থী আফিল উদ্দীনের সমর্থকরা। তিন জনকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বরিশালে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৭ জন। সোমবার রাতে নগরীর পলাশপুরের সংঘর্ষে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ঝিনাইদহ সদরের বাসুদেবপুর বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ভাংচুর করা হয় নৌকার অফিস ও প্রাইভটেকার সহ মোটরসাইকেল। সেসময় আহত হয় উভয়পক্ষের অন্তত ৪ জন। আহত নাসির মন্ডলকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বিচার না পেলে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর।