নির্বাচনের প্রচার-প্রচারণা কেন্দ্র করে বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
সকালে নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে উপজেলার সাহেবগঞ্জ বাজারে ছুরিকাহত হন আত্রাইয় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এঘটনায় শামীম হোসেন সামি নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
ফরিদপুর-৩ সদর আসনে নৌকার প্রার্থী শামীম হকের আরেকটি নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে গত ২৪ ঘন্টায় নৌকার তিনটি ক্যাম্পে আগুন দেয়ার ঘটনা ঘটলো।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ১-আসনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ক্যাম্প এলাকায় হইচই শুনে এসে দেখেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। এ সময় তারা ক্যাম্পের ভেতরে আগুন দেখতে পান।