নির্বাচনের ফল উলটে দেয়ার চেষ্টার মামলায় অভিযুক্ত ট্রাম্প
- আপডেট সময় : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৬০৬ বার পড়া হয়েছে
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল উলটে দেওয়ার চেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে মঙ্গলবার অভিযুক্ত করা হয়েছে৷
এটি আবারও প্রেসিডেন্ট হওয়ার চেষ্টায় থাকা ট্রাম্পের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় আইনি হুমকি বলে মনে করা হচ্ছে৷
এই নিয়ে গত মার্চ থেকে এখন পর্যন্ত তিনটি মামলায় অভিযুক্ত হলেন ট্রাম্প৷ এর মধ্যে সরকারি গোপন নথি নিজের কাছে রেখে দেয়ার অভিযোগে আগামী বছর মে মাসে তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে৷ এছাড়া অর্থ দিয়ে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার মামলায়ও অভিযুক্ত করা হয়েছে তাকে৷
মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়৷ এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্র, আলামত নষ্ট করা, একজন সাক্ষীর সঙ্গে কারসাজি এবং জনগণের অধিকারের সঙ্গে প্রতারণা করা৷
অভিযোগপত্রে ট্রাম্পের বিরুদ্ধে অসাধু উপায়ে, প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে৷
ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করে এই মামলাকে ‘হাস্যকর’ বলেছেন৷
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন৷ কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে হার মেনে নিতে অস্বীকৃতি জানান ট্রাম্প৷ বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে কংগ্রেসের যৌথ অধিবেশন বসে৷ সেই প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তার সমর্থকেরা ক্যাপিটল ভবনে হামলা চালালে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়৷
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট বাইডেন৷ তিনি তার স্ত্রীর সঙ্গে এখন ছুটি কাটাচ্ছেন৷ রাতে খাবার পর তারা ‘ওপেনহাইমার’ মুভি দেখেন৷
হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান স্যামস এ বিষয়ে জানতে বিচার মন্ত্রণালয়কে প্রশ্ন করতে সাংবাদিকদের পরামর্শ দেন৷
এই মামলায় বৃহস্পতিবার আদালতে উপস্থিত হবেন ট্রাম্প৷ সেই সময় তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তাকে জানানো হবে এবং জামিনের শর্তগুলোও জানানো হবে৷
তবে বিচার প্রক্রিয়া শুরু হতে কয়েক মাস লেগে যেতে পারে৷
ডয়চে ভেলে