নির্বাচনের সময় মানবাধিকার লঙ্ঘণ ঠেকাতে সতর্ক থাকার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে মানবাধিকার লঙ্ঘন না হয়, সে দিকে গুরুত্ব দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানায় মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত মানবাধিকার কর্মী সম্মেলনে এই আহবান জানান সংগঠনের সভাপতি এ্যাডভোকেট এলিনা খান। বক্তব্য রাখেন মানবাধিকার আইনজীবী জিয়া হাবিব আহসান। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতিত ব্যক্তি ও পরিবারের সদস্যরাও সম্মেলনে কথা বলেন। সংগঠনের দাবি, সারাবছর দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ইস্যুতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। কিন্তু নির্বাচন কিংবা রাজনৈতিক ইস্যুতে এসব ঘটনা আরও বেশি হয়। এই বাস্তবতায় আগামী নির্বাচনকে ঘিরেও এমন মানবাধিকার লঙ্ঘনের আশংকা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমুর্তি অক্ষুন্ন রাখতে মানবাধিকার রক্ষার দিকে গুরুত্ব দেয়ার আহবান জানানো হয়।