নির্বাচনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক নেই: মঈন খান
- আপডেট সময় : ০৬:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ১৫০৬ বার পড়া হয়েছে
নির্বাচনের সঙ্গে সংস্কারের কোনো সম্পর্ক নেই। সুতরাং অত্যাবশ্যকীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে অর্ন্তবতী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসতে পারবে বলে মনে করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তারা বলছেন,নির্বাচন যত দেরি হবে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র শুরু করবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল।
কর্মসূচিতে যোগ দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার পাশাপাশি শেখ হাসিনা দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
জাতীয় প্রেসক্লাবে অন্য এক অনুষ্ঠানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শুধু বিএনপি নয়, সাধারণ মানুষও দ্রুত নির্বাচন চায়।
এদিকে, রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক নেই।
এসময় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।