নির্বাচনে জিততে পারবে না জেনেই স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় আওয়ামী লীগ
- আপডেট সময় : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
নির্বাচন করে আওয়ামী লীগ কখনো জিততে পারবে না জেনেই স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই লড়াই করে জনগণের কাছে ক্ষমতা ছিনিয়ে আনতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই আয়োজন।
এতে অংশ নিয়ে সরকারে মনগড়া নির্বাচন পদ্ধতির কঠোর সমালোচন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের বিভিন্ন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
মেধা ও প্রজ্ঞার মাধ্যমে আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে নেতাকর্মীদের আহবান জানান মির্জা ফখরুল।
পরে কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।