নির্বাচনে প্রচারে গিয়ে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে আটকে রাখতে ভোটারদের প্রতি আহ্বান ট্রাম্প
- আপডেট সময় : ১২:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নির্বাচনে প্রচারে গিয়ে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে আটকে রাখতে ভোটারদের প্রতি আহ্বান জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর করোনা মহামারি দমনে ট্রাম্পকে ব্যর্থ বললেন বাইডেন।
নির্বাচনি যুদ্ধক্ষেত্র ফ্লোরিডা ও মিশিগানে নিজেদের অবস্থান নিশ্চিতে জোর প্রচার চালিয়েছেন দুই প্রার্থী। ফ্রোরিডা অঙ্গরাজ্যের জর্জিয়ায় নির্বাচনি প্রচার চালাতে গিয়ে ট্রাম্প ভোটারদের বলেন, বাইডেনদের আটকে রাখতে। অন্যদিকে, সুইং স্টেট মিশিগানে প্রচার চালাতে গিয়ে বাইডেন করোনা মহামারি দমনে ট্রাম্পের ব্যর্থতাই তুলে ধরেছেন। ২০১৬ সালের নির্বাচনে জর্জিয়া ও মিশিগান দুই অঙ্গরাজ্য থেকেই জয়ী হয়েছিলেন ট্রাম্প। এদিকে, এক জরিপে দেখা গেছে ট্রাম্প বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন। এছাড়াও নির্বাচনি প্রচারের তহবিল সংগ্রহের দিক দিয়েও বাইডেন ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। এবারের নির্বাচন ঘিরে দুই কোটি ২০ লাখের বেশি আগাম ভোট পড়েছে। শুক্রবার লুইজিয়ানায় আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। এর আগে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও টেক্সাসে বিপুল পরিমাণে আগাম ভোট পড়ে, যা নির্বাচনি ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।