নির্বাচনে সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ১৭০৫ বার পড়া হয়েছে
বিএনপি যতই রূপরেখা দিক নির্বাচনে সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আর আইনমন্ত্রী আনিসুল হকের অভিযোগ, নির্বাচন নিয়ে অতীতে বিএনপি ও তাদের সহযোগীরা অনেক তামাশা করলেও আওয়ামী লীগ তা করেনি। মঙ্গলবার ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালন করবে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, অতীতের মত ভবিষ্যতেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে আওয়ামী লীগ সরকার।
কুষ্টিয়ায় পিটিআই রোড নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদেরকে প্রধানমন্ত্রীর দেয়া চেক বিতরণ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, এখনও জেগে জেগে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি।
চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে স্কুল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, যে আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কখনোই সফল হয় না।
কোন চাপের কাছে এদেশের মানুষ মাথা নত করে না বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।