নির্বাচনে সহিংসতা হলে কেন্দ্র ও প্রার্থিতা বাতিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নির্বাচনে সহিংসতা হলে কেন্দ্র ও প্রার্থীতা বাতিল এবং অনিয়মের সঙ্গে জড়িত হলে রিটার্নিং, প্রিসাইডিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্বাচনে সহিংসতায় এ পর্যন্ত সন্তানের মৃত্যুতে অনেক মায়ের বুক খালি হয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক তা নির্বাচন কমিশন আশা করেনা। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করা হবে। ঝুঁকিপূর্ন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, বিজিবি ও রেব মোতায়েন থাকবে। কোনো প্রার্থী অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেয়ার চেষ্টা করবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।