নির্বাচন এলেই ভারত বিরোধিতা আর ধর্ম নিয়ে রাজনীতি করে বিএনপি : কাদের
- আপডেট সময় : ০৭:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৮২৮ বার পড়া হয়েছে
নির্বাচন এলে ধর্ম নিয়ে রাজনীতি এবং ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে, গণসমাবেশের নামে বিএনপি সন্ত্রাসী সমাবেশের আয়োজন করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আর, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির কর্মসূচির ওপর সরকার সতর্ক দৃষ্টি রাখছে।
নিজ বাসভবনে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি মন্তব্য করেন, বিএনপি গুজব সর্বস্ব রাজনৈতিক দল। মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার। তারাই এখন ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ নয় বলে দাবি করেন তিনি।
সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতাদের উস্কানিমূলক বক্তব্য রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করছে।
চট্টগ্রাম সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সহিংসতার পথে হাঁটছে। রাজপথে নৈরাজ্যের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
চট্টগ্রামে বিএনপি’র গণসমাবেশের চেয়ে জব্বারের বলী খেলায় বেশি লোক সমাগম ঘটে বলে মন্তব্য করেন তথ্য ও মম্প্রচারমন্ত্রী