নির্বাচন কমিশনার নিয়োগ আইনের খসড়া নিয়ে হতাশা প্রকাশ করেছে টিআইবি
- আপডেট সময় : ০৩:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার নিয়োগ আইনের খসড়া নিয়ে হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই আইন সাংবিধানিক অঙ্গীকার ও জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হবে উল্লেখ করে নাগরিক সমাজ ও অংশীজনের মতামতকে গুরুত্ব দিয়ে চূড়ান্তের দাবি জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই আইন প্রণয়নে সরকারের আকস্মিক পদক্ষেপ ইতিবাচক হলেও প্রস্তাবিত খসড়ায় নাগরিক সমাজ ও অংশীজনের সুপারিশ আমলে নেয়ার সুযোগ না রাখা হতাশাজনক। কমিশনারদের নিয়োগে যোগ্যতা ও অযোগ্যতার মাপকাঠি নির্ধারণে দক্ষতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিরূপণে সুনির্দিষ্ট বিধান না থাকা অগ্রহণযোগ্য। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, স্বাধীনতার ৫০ বছর পর সাংবিধানিক অতিগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এমন একটি আইন ‘যেনতেন’ ভাবে পাসের একটি প্রক্রিয়া চলছে। খসড়া আইনে কমিশনারদের যোগ্যতা নির্ধারণের তিনটি ধারায় তাদের সততা, ন্যায়পরায়ণতা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা, সৎসাহস ও গ্রহণযোগ্যতার বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি।রাখা হয়নি নারী সদস্য অন্তর্ভুক্তির বিধানও। এমনকি অযোগ্যতা নির্ধারণে যে প্রস্তাব করা হয়েছে, সেখানে দুই বছরের কম মেয়াদে ফৌজদারি অপরাধে সাজা হলেও কমিশনার হওয়ার সুযোগ রাখা হয়েছে।