নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জটিল মানসিক রোগী : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন নয়, বরং কমিশনার মাহবুব তালুকদার নিজেই জটিল ও কঠিন মানসিক রোগে আক্রান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকার মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এ কথা বলেন তিনি। ২০ দলীয় জোটে একের পর এক বিচ্ছেদের মাঝে এখন বিএনপিতে ভাঙনের সানাই বাজছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।
সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ১৯নং ওয়ার্ডের পাঁচটি ইউনিটের সম্মেলন উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, দলে বিতর্কিতদের কোনভাবেই কমিটিতে রাখা যাবে না।
পরে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশন নিয়ে- কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন ওবায়দুল কাদের।
এসময় দেশের গণতন্ত্র ও আন্দোলন নিয়ে মহাসচিবসহ বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী- সাংবাদিকদের বলেন, জাতীয় প্রেসক্লাবকে দলীয় কার্যালয়ের মতো সমাবেশস্থল বানানো ঠিক হয়নি বিএনপির।