নির্বাচন কমিশনের ব্যর্থতার দায় সরকারের নয় : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনায় ব্যর্থ হলে, সেই দায়িত্ব সরকারের নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।
জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত অধ্যক্ষ কামরুজ্জামানের স্মরণ সভায় এ কথা বলেন তিনি। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা হিসেবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অন্যতম সৈনিক ছিলেন অধ্যক্ষ কামরুজ্জামান। শিক্ষকদের যে কোন বিপদেও সবসময় পাশে ছিলেন তিনি। কৃষিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের সময় সব ক্ষমতা থাকে নির্বাচন কমিশনের হাতে। গ্রহনযোগ্য নির্বাচন করতে না পারলে,সেই দায় কেবল তাদেরই।