নির্বাচন কমিশনে দুই জন নারী সদস্য রাখার প্রস্তাবসহ ছয়টি প্রস্তাব দিয়েছে ওয়ার্কার্স পার্টি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে কার্যকরি কমিটির পরামর্শ, নির্বাচন কমিশনে দুই জন নারী সদস্য রাখার প্রস্তাবসহ ছয়টি প্রস্তাব দিয়েছে ওয়ার্কার্স পার্টি।
বিকেলে নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে রাস্ট্রপতির চলমান সংলাপে অংশ নিয়ে ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এসব প্রস্তাব তুলে ধরেন। সংলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণতন্ত্রে সংলাপ খুব গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, সংলাপ নিয়ে যারা সমালোচনা করছে তাদের জনমত গঠন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া বিকল্প কোন পথ নেই বলেও জানান রাশেদ খান মেনন। সংলাপে অংশ নেন সাত সদস্যের প্রতিনিধি দল।