নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত আইন প্রত্যাখান করেছে বিএনপি : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত আইন প্রত্যাখান করেছে বিএনপি। বিকেলে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষ সরকার গঠন না হলে, এসব আইনে জনগণের ইচ্ছার প্রতিফল ঘটবে না বলে দাবি করেন তিনি। ক্ষমতায় টিকে থাকতে সরকার রেবসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে বহির্বিশ্বে দেশকে বিপদে ফেলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব
দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।
এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন কমিশন গঠন আইন প্রত্যাখান করেছে বিএনপি।
লবিষ্ট নিয়োগ নিয়েও দলের অবস্থান তুলে ধরেন মহাসচিব।
ক্ষমতায় টিকে থাকতে সরকার রেবসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে বহির্বিশ্বে দেশকে বিপদে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, নিরপেক্ষ সরকার না হলে নির্বাচন কমিশন আইন করে কোনো লাভ হবে না।
দ্রুত জনগণের দাবি মেনে না নিলে সরকার পতনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।