নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতি যে সংলাপ করছে তা অর্থহীন

- আপডেট সময় : ০২:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতি যে সংলাপ করছে তা অর্থহীন। বেশিরভাগ রাজনৈতিক দল তাতে অংশ নিচ্ছে না বলে দাবি করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশের আয়োজন করে নারীও শিশু অধিকার ফোরাম। এতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির সাথে সংলাপ করে কোনো লাভ নেই। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। যদি সরকার দেশের জণগনের দাবি না মানেন, তাহলে অতীতের স্বৈরাচারী সরকারের পতনের মতো এ সরকারেরও পতন ঘটানো হবে। খালেদা জিয়াকে অতিদ্রুত মুক্তি না দিলে গণতন্ত্র পূর্ণরুদ্ধারে সকল রাজনৈতিক দলকে একত্রিত করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।