নির্বাচন কমিশন রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না : নির্বাচন কমিশনার
- আপডেট সময় : ০২:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৭৩০ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ভোট নিয়ে কমিশনের চেয়ে রাজনীতিবিদদের দায়িত্ব বেশি। দশম দিনের সংলাপে এ কথা বলেন সিইসি। গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের নেতৃত্বে ১০ সদস্য সংলাপে অংশ নেন।
সিইসি বলেন, নির্বাচনের মাঠে সব রাজনৈতিক দল সক্রিয় থাকলে কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। রাজনৈতিক নেতাদের মধ্যে হারার মানসিকতা তৈরি না হলে, নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। জেতার জন্য মরিয়া হওয়ার মনস্তাত্ত্বিক সমস্যা থেকে প্রার্থীরা আগ্রাসী হয়ে উঠে। গতকাল উপ নির্বাচনের ফলাফলের পর শিশু মৃত্যুর ঘটনা তারই একটি উদাহরণ বলে দাবি করেন সিইসি। নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে গণফোরাম। প্রস্তাবনায় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও ইসিকে বিচারিক ক্ষমতা দেয়ার দাবি জানান তারা। পরে, সংলাপে অংশ নেয় ন্যাশনাল আওয়ামী পার্টি.. ন্যাপ।