নির্বাচন কমিশন সংলাপে আমন্ত্রণ জানালেও সাড়া দিচ্ছে না বিএনপি : ইসি
- আপডেট সময় : ০৭:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
- / ২২৮৭ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিএনপিসহ দেশের ৪৪ দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি কোনভাবে নির্বাচন কমিশনের আমন্ত্রণ গ্রহণ করছে না। তারা কমিশনকে আস্থায় নেয়নি।
সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। কমিশনার আনিছুর রহমান বলেন, কাউকে আমন্ত্রণ জানালে তা গ্রহণ করবে কিনা সেটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার। এতে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। নির্বাচন কমিশন তার কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায়। নির্বাচনে অংশগ্রহণ এটি রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক বিষয় সমাধান করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। সংবিধান অনুযায়ী নভেম্বরের প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কমিশনার বলেন, ‘লক্ষ্মীপুরের উপনির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই, ভোটারদের উপস্থিতি কম আর বেশি হোক সেটি দেখার বিষয় কমিশনেরে নয়। ভোটারদের কিভাবে উৎসাহিত করবেন, সেটি প্রার্থীদের বিষয়।
আগামী ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি ও এনপিপি থেকে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।