নির্বাচন কমিশন সক্রিয় অংশগ্রহণমূলক ভোট চায়: সিইসি
- আপডেট সময় : ০৮:৫৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন সক্রিয় অংশগ্রহণমূলক ভোট চায়। তবে কাউকে ধরে–বেঁধে নির্বাচনে আনবে না। বিএনপি এলে, নির্বাচন অধিক অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন তিনি। দুপুরে দুটি রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষে, সিইসি আরও বলেন, চলতি মাসেই নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হবে। আগামী বছর মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথাও জানান কাজী হাবিবুল আউয়াল।
জাতীয় পার্টি-জেপি এবং ন্যাশনাল আওয়ামী পাটি-ন্যাপের সাথে সংলাপের মধ্য দিয়ে শেষ হলো, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ।
সময় নেয়া দুটি দলের মধ্যে সকাল ১০ টায় জেপি এবং দুপুর ১২ টায় ন্যাপ সংলাপে অংশ নেয়।
এসময় গ্রহণযোগ্য নির্বাচন করতে ইসিকে সব ধরনের বির্তক এড়িয়ে চলার আহ্বান জানায় দু’দল। ৩শ আসনে ইভিএম চায় জেপি। আর ভোটারদের আস্থা অর্জন না হলে ইভিএম চায় না ন্যাপ।
সংলাপ শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে ভারসাম্য সৃষ্টি হয়। বিএনপি অংশ গ্রহণ করলে নির্বাচন অধিক অংশগ্রহণমূলক হবে।
ইভিএমে কোনো কারচুপির সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ভোট কক্ষে পেশিশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে ইসি।
নির্বাচনের রোডম্যাপের কথাও জানান সিইসি।
সংবিধান অনুযায়ী ইসিকে দেয়া ক্ষমতা প্রয়োগ করলে সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন করা সম্ভব বলেও জানান কাজী হাবিবুল আউয়াল।