নির্বাচন ঘিরে অগ্নিসন্ত্রাসের পাঁয়তারা করছে বিএনপি : কাদের
- আপডেট সময় : ০৭:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নির্বাচনকে সামনে রেখে বিএনপি অগ্নিসন্ত্রাসের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের মার্কেটগুলোতে এখন থেকে পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের যৌথ সভায় এসব কথা বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী। কারও ফরমায়েশে বাংলাদেশের গণতন্ত্র চলবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী সংগঠন ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে অস্বাভাবিক সরকার আনতে বিএনপির নেতৃত্বে আবারও অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, নালিশ করতে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের সাথে যোগাযোগের চেষ্টা করেছে বিএনপি। নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাসের কালো ছায়ার আশঙ্কা করে দেশের মার্কেটগুলোতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাহারায় থাকবে বলে জানান ওবায়দুল কাদের।