নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা গণসংযোগের শেষ দিন আজ
- আপডেট সময় : ১২:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা গণসংযোগের শেষ দিন আজ। ভোটকেন্দ্র বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ চলছে মহানগর, জেলা ও উপজেলায়। সকালে কাফরুল ও উত্তরা এলাকায় গণসংযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জোর করে কেন্দ্রে নিয়ে ভোট আদায় করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সরকার দলীয় সিন্ডিকেটের হাত থেকে মুক্তি পেতে পাতানো নির্বাচনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান রুহুল কবির রিজভী। এসময় তিনি আরো বলেছেন, একতরফা তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ। রুহুল কবির রিজভী বলেন, অবৈধ নির্বাচনের বিরুদ্ধে বিএনপিসহ সমমনা দলগুলো সংগ্রাম করছে জনগণের ভোটের জন্য। কিন্তু জনগণকে হুমকি ও ভয় দেখিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে ভোট আদায়ের সব ব্যবস্থা করেছে সরকার। রিজভী বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, মন্ত্রী-এমপিদের দুর্নীতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পদ বাড়লেও জনগণের কাঁধে ঋণের বোঝা পড়ছে।