নির্বাচন তো দূর, ভবিষ্যতে জেলের বাইরে থাকার স্বপ্ন দেখতে পারবে না আ’লীগ : আমীর খসরু
- আপডেট সময় : ০৫:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদ, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলার মহানগরের থানায় থানায় বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে বরিশালের কাশীপুর বাজার থেকে বরিশাল মহানগর বিএনপির পদযাত্রা বের হয়। নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
রংপুরে নগরীর সেন্ট্রাল রোডে পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, বিএনপির সাংগাঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তেল, গ্যাসের দাম কমানোসহ ১০ দফা ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বেলা সাড়ে ১২টার দিকে রংপুর মহানগর বিএনপির পদযাত্রা শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় শাপলা চত্বর এসে। এসময় মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামুসহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার আমলে খুন, গুম, সন্ত্রাস, দুর্নীতির সঙ্গে জড়িতদের সবার ব্যাপারে তথ্য আছে, অদূর ভবিষ্যতে নির্বাচন তো দুরের কথা জেলের বাইরে থাকার স্বপ্নও আওয়ামী লীগের কেউ দেখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রামের ডাবলমুরিংয়ে বিএনপির পদাযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি আরো বলেন, ২০১৪ ও ১৮ সালের মতো আরেকটি ভোটচুরির নির্বাচন করার প্রজেক্ট করেছে সরকার। কিন্তু অতিতের মতো এই প্রজেক্ট আর বাস্তবায়ন করা যাবে না। কারণ বাংলাদেশের জনগণ ছাড়াও জাতিসঙ্ঘসহ বিশ্বের সবগুলো প্রতিষ্ঠানের কাছে আওয়ামী লীগের ভোটচুরির প্রকল্প পরিস্কার হয়ে গেছে। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিয়ে দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়ার আহবান জানান আমীর খসরু।