নির্বাচন নিয়ে অন্য দেশের সুপারিশ গ্রহণ করা হবে না : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে অন্য কোনো দেশের পরামর্শ বা সুপারিশ গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে রংপুর আওয়ামী লীগের মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত। তাই বহু জায়গায় নালিশ করেও কোনো সাড়া পাচ্ছে না বিএনপি। এছাড়া, ব্যর্থ গণআন্দোলন নিয়ে বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা বলে মন্তব্য করেন তিনি। বিএনপি বিভিন্ন দফায় আন্দোলন করেও জন-সম্পৃক্ততা না থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওবায়দুল কাদের আরও বলেন, উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে হিমাগারে পাঠিয়েছে। তাই এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই। বিএনপি নির্বাচনে আসবে না, আবার নির্বাচনও করতে দেবে না–তা হতে দেয়া হবে না। এসময় নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।