নির্বাচন বানচালের হুমকিতে ভিসা নীতি কাজ করে কিনা দেখার বিষয় : কাদের
- আপডেট সময় : ০৮:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১৭০৩ বার পড়া হয়েছে
নির্বাচন করতে দেয়া হবে না, বিএনপির এমন হুমকির পর আমেরিকার ভিসা নীতি কাজ করে কিনা সেটিই এখন দেখার বিষয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রিমোট কন্ট্রোলের আহ্বানে বাংলাদেশে আন্দোলন হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুপুরে বিআরটি প্রকল্পের টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিআরটি প্রকল্পের কারণে যাত্রীদের ভোগান্তির কথা স্বীকার করেন তিনি।
রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত নির্মাণাধীন বাস রেপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের সাড়ে ২০ কিলোমিটার কাজ ২০২২ সালের জুনে শেষ হওয়া কথা থাকলেও এখনও শেষ হয়নি। এর কারণে এ রুটের যাত্রীদের ভোগান্তি চরমে।
ভোগান্তি কমাতে আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ প্রকল্পের সব কাজ শেষ করে উদ্বোধনের পরিকল্পনা নিয়েছে সরকার।
এমন বাস্তবায়তায় গাজীপুরের টঙ্গীতে প্রকল্পটির সাড়ে চার কিলোমিটার নির্মাণ কাজ পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরিদর্শন শেষে তিনি বলেন, প্রকল্পের কারণে যাত্রীদের ভোগান্তির হচ্ছে। তাই ঈদের আগে সাড়ে চার কিলোমিটার অংশ যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।
তিনি বলেন, সরকার ক্ষমতায় থাকতে পারবে না-বিএনপির এমন হুংকার কোনো দিন কাজে আসবে না। জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওবায়দুল কাদের।