নির্বাচন সম্পর্কে বাংলাদেশের মানুষের আস্থা একদম চলে গেছে : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন সম্পর্কে বাংলাদেশের মানুষের আস্থা একদম চলে গেছে। বর্তমান নির্বাচন কমিশন সম্পুর্ণভাবে ব্যর্থ হয়েছে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে।
দুপুরে, ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় মির্জা ফখরুল আরো বলেন, সরকার চায় না এদেশে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা থাকুক। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসুক। এ কারণেই দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। জিয়ার মাজার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নিজেরাই প্রতারণা করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরানো সরকারের মূল উদ্দ্যেশ্য।