এই সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না বিএনপি : বিএনপি নেতারা
- আপডেট সময় : ০৭:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭২৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়- প্রধানমন্ত্রীর এমন মন্তব্যেকে বছরের সেরা কৌতুক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি সুষ্ঠু নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়রা আহ্বান জানান। আর দলের কেন্দ্রীয় নেতারা বলেন, প্রশাসনে আওয়ামী লীগ নেতারা থাকলে, নির্বাচনে অংশ নেবে না বিএনপি।
বিশ্ব গণতন্ত্র দিবসে, সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে, বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
সমাবেশে যোগ দিতে দুপুরের আগেই খন্ড খন্ড মিছিল নিয়ে, নয়া পল্টনে আসে দলের অসংখ্য নেতাকর্মী।
নির্ধারিত সময়ের আগে, নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত পুরো সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিকেল তিনটায় শুরু হয় সমাবেশ। কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে দিয়েছে।
স্থায়ী কমিটির সদস্যরা বলেন, আওয়ামী দলীয় কর্মীদের প্রশাসনে রেখে, নির্বাচনে যাবে না বিএনপি। প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং মানুষের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি রাস্তায় নেমেছে।
আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়… প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করেন তিনি। মামলা-হামলা উপেক্ষা করে আন্দোলন আরো জোরদার করতে তরুন সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।