নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে ১ ডিসেম্বর তলব করেছে হাইকোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
মোবাইল কোর্টে সাজা দেওয়ার পর কয়েক মাস পেরিয়ে গেলেও সার্টিফায়েড কপি সরবরাহ না করায়, রেব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে ১ ডিসেম্বর তলব করেছে হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবীরা জানান, মৎস্য ও পশু খাদ্য আইন-২০১০-এর অধীনে ১৮ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক ব্যবসায়ীকে এক বছরের সাজা দেন তিনি। এরপর ওই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়। ২১ জুলাই নারায়ণগঞ্জ বারের আইনজীবী অঞ্জন দাসের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিলের জন্য আদেশের অনুলিপি চেয়ে আবেদন করা হয়। কিন্তু এখন পর্যন্ত এটা পাওয়া যায়নি। এ কারণে আপিলও করতে পারেনি দণ্ডিত মিজান মিয়া। এর আগে হাইকোর্ট এক আদেশে ভ্রাম্যমাণ আদালতকে দণ্ড দেওয়ার পর পাঁচদিনের মধ্যে রায়ের সার্টিফায়েড কপি দেয়ার নির্দেশ দেয়।