নির্মাণের পরদিনই ৫৪ লাখ টাকার সেতুটি হেলে পড়ে : এরপর কেটে গেছে চার বছর
- আপডেট সময় : ০৫:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সদরের সিরতা এলাকার বাসিন্দাসহ চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল কাটাখালের ওপর একটি সেতু নির্মাণের। সেই প্রেক্ষিতে চার বছর আগে ৬০ ফুটের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। তবে নির্মাণের পরদিনই ৫৪ লাখ টাকার সেতুটি পানির তোড়ে হেলে পড়ে। এরপরও কেটে গেছে চার বছর। কিন্তু সেতুটি আর মেরামত হয়নি বা নতুন করে কোনো সেতুও নির্মাণ করা হয়নি। ফলে গ্রামের মানুষের স্বপ্নভঙ্গের সাক্ষী হয়ে আছে হেলে পড়া সেতুটি।
২০১৬-১৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সেতু-কালভার্ট কর্মসূচির আওতায় ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের খাগডহর কাটাখালের ওপর সেতুটির নির্মাণকাজ শুরু হয়। যার দৈর্ঘ্য ছিল ৬০ ফুট। নির্মাণ ব্যয় ধরা হয় ৫৪ লাখ ৪ হাজার ৬৫০ টাকা। ২০১৭ সালের ২০ এপ্রিল সেতুর নির্মাণকাজ শেষ হয়। বরিশালের মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর নির্মাণকাজ করে। কিন্তু, নির্মাণের পরদিনই ব্রহ্মপুত্র নদের বন্যায় সেতুটি হেলে পড়ে এবং ভেঙে যায় রাস্তা। দীর্ঘ চার বছর কেটে গেলেও আর কোনো উদ্যোগ নেয়া হয়নি।সেতু না থাকায় দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের।
জনদুর্ভোগ লাঘবে হেলে পড়া সেতুটি অপসারণ করে নতুন সেতু নির্মাণের চেষ্টা চলছে বলে জানান জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।
নতুন সেতু নির্মাণ করে চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ; এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।