নির্মাণের ২৬ মাস না যেতেই চলাচলের অনুপযোগী কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক
- আপডেট সময় : ০৫:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নির্মাণের মাত্র ২৬ মাস না যেতেই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক। এতে প্রতিনিয়ত দীর্ঘ যানজট আর জনদুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারী। সংস্কার কাজেও ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট-বালি। কাজের মান সঠিক থাকার দাবী সওজের।
প্রায় ১শ’ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কটি পুনঃনির্মাণ করা হয়। কিন্তু মাত্র ২৬ মাস না যেতেই সড়কটির রানাখড়িয়া নামকস্থান থেকে প্রায় ৪শ’ মিটার বসে গেছে। জায়গায় জায়গায় পীচ, পাথর উঠে, ইট বেরিয়ে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও পথচারীরা। প্রতিদিন লাগছে দীর্ঘ যানজট।
কোন দরপত্র আহবানের মাধ্যমে নয়, মালামাল অনুযায়ী বিল পাবেন ঠিকাদার। জরুরী সংস্কার কাজে নিম্নমানের ইট-বালির ব্যবহার হলেও তা মানতে নারাজ কাজ তদারকীতে আসা সওজের এই কর্মকর্তা।
নির্মাণের সময় ভিত্তি ঠিক না করায় বার বার সংস্কার করেও লাভ হচ্ছে না-স্বীকার করে কুষ্টিয়া সওজের এই নির্বাহী প্রকৌশলী বলেন, ১২ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়েছে।
সড়ক সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের।