নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সনদে অনুস্বাক্ষর করলেও সরকার তা বাস্তবায়ন করেনি : অভিযোগ মানবাধিকার সংগঠনের
- আপডেট সময় : ১০:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
১৯৯৮ সালে নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সনদে অনুস্বাক্ষর করলেও, এখনও তা বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ সরকার। বরং, এ আমলেই আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে সবচেয়ে বেশি নির্যাতন ও মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক নামের দুটি মানবাধিকার সংগঠন।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই অভিযোগ করে সংগঠন দুটি। এতে, বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের শিকার কয়েকজন অংশ নেন। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে নির্যাতনের শিকার হয়েছেন তারা। প্রতিকার চেয়ে বিভিন্ন জায়গায় গিয়েও কোন সুফল পাননি। ১৯৮৪ সালে রাষ্ট্রীয় বাহিনীর নির্যাতন ও অমানবিক আচরণের বিরুদ্ধে নীতিগত অবস্থান গ্রহণ করে জাতিসংঘ। ১৯৮৮ সাল থেকে ২৬ জুন নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন দেশ। ১৯৯৮ সালে বাংলাদেশ এই কনভেনশনে অনুস্বাক্ষরের পর থেকে দিবসটি পালন করছে বিভিন্ন সংগঠন।