নিলাম স্থগিতকরণসহ প্রতিবন্ধকতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চেয়েছে বারভিডা
- আপডেট সময় : ০৭:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
মোংলা বন্দরের মাধ্যমে আমদানিকৃত প্রায় ৪ হাজার গাড়ির নিলাম স্থগিতকরণের পাশাপাশি বারভিডা লেভী আদায় কার্যক্রমে প্রতিবন্ধকতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টর্স এন্ড ডিলার্স এসোসিয়েশন- বারভিডা।
সকালে ঢাকার বারভিডা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান, প্রতিষ্ঠানটির প্রসিডেন্ট আবদুল হক। করোনা দুয কারণে ক্ষয়ক্ষতির ফলে সরকারের কাছে প্রণোদনার দাবিও জানান তিনি । আবদুল হক আরো জানান রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ও বিপণন খাতে দেশের স্থানীয় বিনিয়োগ কয়েক হাজার কোটি টাকা রাজস্ব প্রদান করে থাকে পাশাপাশি সদস্য প্রতিষ্ঠানগুলি ভ্যাট আয়কর ও রোড ট্যাক্স প্রদানের দেশে একটি ব্যাপকভিত্তিক কর ব্যবস্থা গড়ে তলার ক্ষেত্রে অবদান রেখেছে বলেও জানান প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট আবদুল হক । তাই সরকারের প্রতি আকুল আবেদন যে প্রণোদনা সহ প্রতিষ্ঠানটির দিকে সু-দৃষ্টির দেয়ার আকুল আবেদন জানান সংবাদ সম্মেলনে ।