নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৩০ জেলেকে আটক
- আপডেট সময় : ১১:২৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৩০ জেলেকে আটক করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাছ শিকারে ব্যবহৃত ৭টি নৌকা, ২ লাখ ২০ হাজার মিটার জাল ও ৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। গতকাল দিনব্যাপী কমলনগরের মতিরহাট ও মাতাব্বরহাট এলাকার অদূরে মেঘনা নদীতে নৌ-পুলিশ ও মৎস্যবিভাগ যৌথ অভিযান চালিয়ে মাছ-জাল ও নৌকাসহ জেলেদের আটক করে।
রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনিচার্জ ফেরদৌস আহমেদ গতরাতে বিষয়টি নিশ্চিত করে জানান, রামগতি আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নির্দেশনা বাস্তবায়নে নদীতে অভিযান চালিয়ে ৩০ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজা আটক ৩০ জেলেকে ৫ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করেন। জব্দ হওয়া ২ লাখ ২০ হাজার মিটার জাল প্রকাশ্যে আগুনে পুড়ে নষ্ট করা হয়। জব্দ হওয়া ৭টি নৌকা কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছের হেফাজতে রয়েছে। ৬০ কেজি মাছ স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়।