নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের দায়ে ৪৫ জেলে আটক ও ৭৯ জেলেকে কারাদন্ড
- আপডেট সময় : ০১:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর ও পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের দায়ে ৪৫ জেলে আটক ও ৭৯ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের বেলকুচির যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে ১০দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বিভিন্ন পয়েন্ট থেকে ৫০ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশসহ ১৬ জেলেকে আটকের সকালে তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
মানিকগঞ্জের দৌলতপুর, হরিরামপুর এবং শিবালয় উপজেলায় বিভিন্ন স্থানে ৮টি অভিযান চালিয়ে ইলিশ শিকারের দায়ে ৫৬ জেলেকে কারাদন্ড প্রদান করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ লক্ষ ত্রিশ হাজার মিটার কারেন্ট জাল, ৫০ কেজি ইলিশ মাছ ও ৫৬ জেলেসহ আটক করা হয়। জব্দ কৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করেন।
মা ইলিশ ধরায় ৪৫ জেলেক আটক করা হয়েছে। রাত ভর চলা এ অভিযানের নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। জেলা প্রশাসনের অনুরোধে অভিযানে আকাশে হেলিকপ্টার নিয়ে টহল দেয় বিমান বাহিনীর হেলিকপ্টার। এছাড়া অভিযানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, ম্যাজিস্ট্রেট ও অভিযানে অংশ নেন।
পটুয়াখালীর দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের দায়ে ৭ জেলেকে দুই বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার ভোর রাতে পায়রা নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করে দুমকি থানা পুলিশ ও মৎস্য বিভাগ। এসময় ১৫ কেজি মা ইলিশ ও ৫০ হাজার ঘন মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।