নিষেধাজ্ঞা ভঙ্গ করে আতশবাজির ঝলকে রঙ্গিন ঢাকার আকাশ
- আপডেট সময় : ০১:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ১৭৯৯ বার পড়া হয়েছে
খ্রিস্টীয় নববর্ষ ২০২৪ সাল। কঠোর নিরাপত্তায় রাজধানীতে উদযাপন হয় বর্ষবিদায়ের থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষ ২০২৪। আইন-শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি নজরদারীর মধ্যেও ঢাকায় পটকা ও আতশবাজিতে মেতে ওঠেন অনেকেই। আধুনিকতার নামে উশৃংঙ্খলতা করতে নানা বাধা ছিলো পুলিশ ও রেবের। তারপরেও সুখ দুঃখের অতীতকে বিদায় দিয়ে ইংরেজি নববর্ষকে বরণ করেছে নগরবাসী।
রাজধানীতে থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে আয়োজনের সুযোগ না পেলেও দমিয়ে রাখা যায়নি নগরবাসীর উদযাপনকে। ঠিক রাত বারোটায় আতশবাজির ঝলকে রঙ্গিন হয়ে ওঠে ঢাকার আকাশ। পাশাপাশি পটকার শব্দে প্রকম্পিত হতে থাকে বিভিন্ন এলাকা।
প্রতিবারের মতো এবারও কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সীমিত পরিসরে ইনডোরে থার্টিফার্স্ট নাইট উদযাপনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়। যা ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে রাজধানীর প্রতিটি সড়কে বহাল ছিল। মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয় পুলিশী তল্লাশী চৌকি।
ইংরেজি নতুন বছরকে বরণ করে নিজেদের প্রত্যাশার কথা জানান নগরবাসী।
এদিকে, রাজধানীর অভিজাত এলাকায় চলে RAB সহ বিভিন্ন বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা অভিযান।
নববর্ষকে ঘিরে নাশকতার কোনো হুমকি না থাকলেও বিধিনিষেধ মেনে ইংরেজি নববর্ষ পালনের আহ্বান জানান রেব প্রধান।
এদিকে, একই স্থানে মহানগর পুলিশের তরফ থেকে জানানো হয়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নির্বাচন বিরোধীরা যাতে অপতৎপরতা চালাতে না পারে সেদিকে নজর রাখছে পুলিশ।
উৎসবের মধ্যে মাদক ও উচ্ছৃঙ্খলতা ঠেকাতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।