নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে একই পরিবারের ৪ জনসহ ৮ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে একই পরিবারের ৪ জনসহ ৮ জন নিহত হয়েছে।
সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের ভাসাটি নামক স্থানে এই দুর্টঘনা ঘটে। ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, উপজেলার ভাসাটি এলাকায় ভালুকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। এসময় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৪ জনসহ ৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন শিশু, ৫ জন নারী ও দুইজন পুরুষ রয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। এসময় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয় বলেও জানান তিনি।