নীলফামারী ও দিনাজপুরে দুইজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নীলফামারী ও দিনাজপুরে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নীলফামারীর সৈয়দপুর শহরে দুলাল হোসেন নামে এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের নতুন বাবুপাড়ার সানাউল্লাহ বসুনিয়া সড়ক থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে, দিনাজপুরের চিরিরবন্দরে আরেক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুলাল হোসেন উপজেলার দেবিগঞ্জ এলাকার ডাঙ্গারহাট এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, শহরের বাবু পাড়ার সানাউল্লাহ মিয়া সড়ক থেকে উদ্ধার করা মরদেহের গলা ও নাভির নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।