নীলফামারী নোয়াখালী টাঙ্গাইল ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নীলফামারী, নোয়াখালী, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ সময় আহত হন একজন।
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে মোটর সাইকেল ধাক্কায় এসএস সি পরীক্ষার্থী জাইনুল আরেফীন রাফি নামের স্কুল ছাত্র নিহত হয়েছে। দুপুরে শিমুলিয়া চক্ষু হসপিটালের সামনে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের কালিহাতীতে তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, কালিহাতীর জোকারচর এলাকায় দু’টি বালুবাহী ও একটি পণ্যবাহী ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক চালকের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন একজন।
সিরাজগঞ্জ শাহজাদপুরে বালুর ট্রাকের চাপায় একজন নিহত হয়েছে।