ফেনীর নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার এক বছর আজ
- আপডেট সময় : ০২:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার এক বছর আজ। নিজ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করায় নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে ১০ এপ্রিল ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় মারা যান প্রতিবাদী নুসরাত। জঘন্যতম ও বর্বরোচিত সেই হত্যার দুর্বিষহ স্মৃতি আজো বহণ করে চলেছে পরিবারের সদস্যরা।
অধ্যেক্ষের অপকর্ম ফাঁস করে থানায় মামলা করায় গেলো বছরের ৬ এপ্রিল নুসরাত আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে অধ্যক্ষের সহযোগিরা তাকে কৌশলে ছাদে ডেকে মামলা তুলে নিতে চাপ দেয়। একপর্যায় নুসরাত রাজি না হওয়ায় তার হাত পা বেধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।পরে টানা ৫ দিন মৃত্যুর সাথে পান্জা লড়ে ঢাকা মেডিকেলের বার্ণ বিভাগে মারা যায় নুসরাত জাহান রাফি। মেধাবী নুসরাতের অকাল মৃত্যুর বছর পার হলেও কিছুতেই মেনে নিতে পারছেনা তার সহপাঠি ও শিক্ষকরা।
ঐ বছরের ২৪ অক্টোবর রায়ে অধ্যক্ষ সিরাজউদৌলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রহুল আমিন ও কাউন্সিলর মাকসুদসহ ১৬ সকল আসামীকে মৃত্যুদণ্ড দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তাই দ্রুত সেই রায় কার্যকরের দাবী স্বজনদের।
সাজা প্রাপ্ত ১২ জন আসামী ১৬৪ ধারা জবানবন্ধি দিয়ে নিজেদের দোষ স্বীকার করেছে। তাই উচ্চ আদালতে আপিল করলেও সাজা মুওকুফের সম্ভাবনা কম বলে জানান এই আইনজীবী।
হত্যায় জড়িতরা প্রভাবশালী হওয়ায়, নুসরাতের পরিবারের নিরাপত্তার নিশ্চিতে তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে বাড়ীতে।