নুসরাত হত্যা মামলার ১৬ আসামিকে কনডেম সেলে পাঠাতে আইজি প্রিজন্সের কাছে চিঠি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামিকে কনডেম সেলে পাঠাতে আইজি প্রিজন্সের কাছে চিঠি পাঠানো হয়েছে।
ফেনী জেলা কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়। জেল সুপার রফিকুল কাদের জানান, ফেনী জেলা কারাগারে কনডেম সেল নেই। যে সব জেলায় কনডেম সেল ফাঁকা আছে আসামিদেরকে সেসব কারাগারে পাঠিয়ে দেয়া হবে বলে জানান তিনি। তিনি আরো জানান, ১৬ আসামীর ডেথ রেফারেন্স কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। আগামী দু-তিন দিনের মধ্যে তাদের কনডেম সেলে স্থানান্তর করা হবে। এদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স মঙ্গলবার হাইকোর্টে পৌঁছানোর কথা রয়েছে।